দেশজুড়ে

কিশোরগঞ্জে এনজিওর নামে প্রতারণা : আটক ৪

কিশোরগঞ্জের নিকলীতে এনজিওর নামে প্রতারণা করে গ্রামবাসীর কাছ থেকে টাকা নেয়ার সময় চার ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থেকে এক লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়।সোমবার রাতে উপজেলার ছাতিরচর ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিকলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঈদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।আটকরা হলেন-জেলার বাজিতপুর উপজেলার নোয়াপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে সোহেল (২৮), একই উপজেলার সাচিরচর গ্রামের আলমগীরের ছেলে সাব্বির আহমেদ (২৬), চাতালচর গ্রামের মেনু মিয়ার ছেলে হৃদয় মিয়া (২০) ও কুলিয়ারচর উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের কমর উদ্দিনের ছেলে শেখ হোসেন (৩২)।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মাস খানেক আগে কয়েকজন ব্যক্তি নিকলী উপজেলার ভাঙন কবলিত দরিদ্র এলাকা ছাতিরচরে গিয়ে নিজেদের ‘ওয়াল্ড সোসাইটি অর্গানাইজেশন বাংলাদেশ’ নামে একটি বেসরকারি সংস্থার কর্মকর্তা বলে পরিচয় দেয়। তারা গ্রামবাসীকে বিশুদ্ধ খাবার পানিসহ খাদ্য সামগ্রী দেয়ার আশ্বাস দেয়। প্রতারক চক্রটি এলাকাবাসীর বিশ্বাস অর্জন করতে ১৫ দিন আগে ৮টি পরিবারের কাছ থেকে ৫ হাজার টাকা করে নিয়ে বাকি টাকা নিজেরা ভর্তকি দিয়ে ৮টি নলকূপ বসিয়ে দেয়। সোমবার বিকেলে তারা ছাতিরচর এলাকায় গিয়ে গ্রামবাসীকে প্রতি মাসে প্রতি পরিবারকে এক মণ চাল, ১৫ কেজি আটা, ৫ লিটার তেল ও ৫ কেজি করে ডাল দেয়া হবে বলে জানায়। এক বছর তাদের এসব খাদ্য সামগ্রী দেয়া হবে বলেও জানানো হয়।এজন্য প্রতারকরা ১০৩ জনের কাছ থেকে এক হাজার ৩০০ টাকা করে ১ লাখ ৩৩ হাজার ৯০০ এবং ২৬ জন প্রতিবন্ধীর কাছ থেকে এক হাজার ৬৫০ টাকা করে ৪২ হাজার ৯০০ টাকাসহ সর্বমোট ১ লাখ ৫০ হাজার ৮০০ টাকা আদায় করে।এক পর্যায়ে গ্রামবাসীর সন্দেহ হলে তারা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে নিকলী থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হোসেন ঘটনাস্থলে গিয়ে চার যুবককে আটক করে।নিকলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঈদ চৌধুরী জানান, আটকরা এনজিওর নাম করে অভিনব কৌশলে গ্রামবাসীর সঙ্গে প্রতারণা করে টাকা আদায় করছিল। এ ঘটনায় দক্ষিণ ছাতিরচর গ্রামের নান্নু মিয়ার ছেলে আক্কাস আলী বাদী হয়ে নিকলী থানায় একটি মামলা করেছেন। আটকদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।নূর মোহাম্মদ/এসএস/পিআর