দেশজুড়ে

টাঙ্গাইলে অস্ত্র ও গুলিসহ চরমপন্থী দলের সদস্য আটক

টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের লাউজানা এলাকা থেকে গোলাম রাব্বী (২০) নামে চরমপন্থী দলের এক সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি টুটু বোর ক্যালিবার রিভলবার, দুই রাউন্ড গুলি ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।মঙ্গলবার ভোরে এলাকাবাসীর সহায়তায় তাকে আটক করা হয়। গোলাম রাব্বী ওই ইউনিয়নের দাইন্যা চৌধুরী পাড়া গ্রামের মৃত নয়ন মিয়ার ছেলে।টাঙ্গাইল মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূইয়া জানান, আটক গোলাম রাব্বী ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে লাউজানা গ্রামের শাকিল আহম্মেদের কাছে চাঁদা দাবি করে আসছিল। শাকিল চাঁদা দেয়ায় অস্বীকৃতি জানালে চরমপন্থী দলের সদস্যরা তাকে হত্যার হুমকি দেয়। এ কারণে শাকিল গত ৮ আগস্ট ১০ জনের নাম উল্লেখ করে টাঙ্গাইল থানায় একটি মামলা দায়ের করেন। এ ক্ষোভে মঙ্গলবার ভোর রাতে চরমপন্থী দলের সদস্যরা শাকিলকে হত্যার উদ্দেশ্যে তার বাড়িতে গিয়ে হমালা চালালে স্থানীয় এলাকাবাসী একত্রিত হয়ে গোলাম রাব্বীকে আটক করে। কিন্তু এসময় বাকিরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে আটক গোলাম রাব্বীর কাছ থেকে দুই রাউন্ড গুলিভর্তি একটি রিভলবার ও একটি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করে। তার বিরুদ্ধে থানায় দ্রুত বিচার আইনে ও অস্ত্র আইনে দুটি মামলা হয়েছে।আরিফ উর রহমান টগর/এফএ/এবিএস