স্বামীসহ আটক হয়েছেন বরিশাল সিটি করপোরেশনের ৩ নম্বর প্যানেল মেয়র ও বিএনপি নেত্রী শরীফ তাসলিমা কালাম পলি। সকাল সাড়ে ৬টার দিকে নগরীর সিএন্ডবি রোড থেকে তাকে আটক করে কোতয়ালী থানা পুলিশ। কোতয়ালী থানা পুলিশ জানায়, নাশকতা সৃষ্টি করতে পারে এমন আশঙ্কায় সকালে স্বামীসহ তাসলিমা কালাম পলিকে আটক করা হয়েছে।এদিকে চলমান অবরোধ এবং বিভাগের ৬ জেলা ও মহানগরীতে রোববারের হরতালের সমর্থনে বরিশালে ঝটিকা মিছিল করেছে বিএনপি। এসময় মিছিল থেকে একজনকে আটক করে পুলিশ।সকাল সাড়ে ৬টায় নগরীর কাউনিয়া বিসিক এলাকা থেকে মহানগর বিএনপি’র সভাপতি সাবেক মেয়র অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের নেতৃত্বে মিছিলটি বের হয়। মিছিলটি কিছুদুর অগ্রসর হওয়ার পরপরই পুলিশের বাঁধার মুখে পড়ে। এ সময় তারা রাস্তায় পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে সরকার বিরোধী বিভিন্ন শ্লোগান দেয় এবং পুলিশকে লক্ষ্য করে পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে পুলিশ তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়।বিএ