বিভিন্ন নাশকতা মামলায় অভিযুক্ত নাটোরের নলডাঙ্গা উপজেলা জামায়াতের আমির আব্দুর রউফকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে উপজেলার ঠাকুর লক্ষ্মীকোল গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আব্দুর রউফ মৃত জালাল উদ্দিনের ছেলে। নাটোর সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, নলডাঙ্গা উপজেলা জামায়াতের আমির আব্দুর রউফ নলডাঙ্গা থানায় বিভিন্ন নাশকতা মামলায় অভিযুক্ত। বেশ কিছুদিন যাবৎ তিনি পলাতক ছিলেন। তবে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ভোরের দিকে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আদুর রউফের বিরুদ্ধে বিভিন্ন সময়ের নাশকতার মামলা রয়েছে।রেজাউল করিম রেজা/এফএ/এবিএস