অর্থনীতি

অবরোধ : পোল্ট্রিশিল্পে লোকসান ২৫৬ কোটি

২০ দলীয় জোটের ডাকা গত ১৪ দিনের অবরোধে পোল্ট্রিশিল্পে লোকসান হয়েছে অন্তত ২৫৬ কোটি টাকা। এর মধ্যে মাংস উৎপাদন খাতে ৭৯ কোটি এবং ডিম উৎপাদন খামারিদের ৪৭ কোটি টাকা লোকসান হয়েছে। রোববার ঢাকা রিপোর্টাস ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ পোল্ট্রিশিল্প সমন্বয় কমিটির (বিপিআইসিসি) আহ্বায়ক মশিউর রহমান এ আহবান জানান । তিনি বলেন, গত ১৫ মাসে রাজনৈতিক অস্থিরতায় এ শিল্পে ক্ষতির পরিমাণ প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা। এ অবস্থা চলতে থাকলে এ শিল্প পুরোপুরি ধ্বংস হয়ে যেতে পারে বলে আশঙ্কা রয়েছে। এসময় তিনি দেশের চলমান অচলাবস্থা নিরসনে রাজনৈতিক দলগুলোকে দ্রুত সমঝোতায় আসার আহ্বান জানান। রাজনৈতিক অস্থিরতা নিরসনে উদ্যোগ নেয়ার জন্য প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী ও বিএনপি চেয়ারপারসনের কাছে সংগঠনটির পক্ষ থেকে স্মারকলিপি দেয়া হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।/এসআরজে/