নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা খাদ্য গুদামে ধানের বস্তার নিচে চাপা পড়ে হেলাল উদ্দিন (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। নিহত হেলাল মোহনগঞ্জ উপজেলার তেতুলিয়া ইউনিয়নের জৈনপুর গ্রামের বাসিন্দা। খাদ্য গুদাম ও পুলিশ সূত্রে জানা গেছে, হেলাল উদ্দিন আরও কয়েকজন শ্রমিকের সঙ্গে বুধবার বেলা ১টার দিকে খাদ্য গুদামের ভিতর কাজ করছিলেন। এসময় তার উপর ধানের বস্তা হেলে পড়লে বস্তার নিচে চাপা পড়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মোহনগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি এলএসডি) খন্দকার মোসতাকিন মামুন জাগোনিউজকে জানান, অসাবধনতাবশত কাজ করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। মোহনগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহমেদ জাগোনিউজকে জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।কামাল হোসাইন/এফএ/এবিএস