টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাকচাপায় সেলিম হোসেন (৩০) নামে লায়ন ফেরদৌস আলম ফিরোজ কলেজের এক শিক্ষক নিহত হয়েছেন। বুধবার বেলা আড়াইটায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা-ময়মনসিংহ সংযোগ সড়কের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত সেলিম হোসেন উপজেলার বল্লা ইউনিয়নের টেঙ্গুরিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে।এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাবুর রহমান জানান, দুপুরে শিক্ষক সেলিম হোসেন এলেঙ্গা থেকে মোটরসাইকেলযোগে সল্লার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে এলেঙ্গা-ময়মনসিংহ সংযোগ সড়কের কাছে পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।আরিফ উর রহমান টগর/এআরএ/এমএস