টানা অবরোধ চলাকালীন দিনাজপুর শহরে আলু ভর্তি ট্রাকে পেট্রোল বোমা দিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার বিকেল ৩টার দিকে দিনাজপুর-ঢাকা মহাসড়কের মহারাজা স্কুল মোড়ের কাছে ঢাকাগামী ওই ট্রাকে আগুন দেয় তারা। এতে ট্রাকের ইঞ্জিনসহ আলু পুড়ে যায়। অপরদিকে, গত শনিবার দিবাগত রাতে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কে নশিপুর নামক এলাকায় ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।প্রত্যক্ষদর্শীরা জানায়, দিনাজপুর থেকে আলুভর্তি একটি ট্রাক ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়। বেলা ৩টার দিকে শহরের মহারাজা স্কুল মোড়ের সামনে দুর্বৃত্তরা ট্রাকটিতে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে ট্রাকে আগুন লেগে ট্রাকের ইঞ্জিন ও আলু পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। কোতয়ালি থানা পুলিশের ওসি একেএম খালেকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অপরাধীদের গ্রেফতারে বিশেষ অভিযান শুরু হয়েছে।