বিশ্বকাপ ফুটবল নিয়ে আলোড়ন তৈরির পর এবার বিশ্বকাপ ক্রিকেট নিয়েও মিউজিক ভিডিও তৈরি করেছে জনপ্রিয় নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম।রোববার দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় কালের কণ্ঠের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে মিউজিক ভিডিওটি প্রকাশ করা হয়। যা ইউটিউবে ‘বাংলাদেশ’ শিরোনামে আপলোড করা হয়েছে।অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে আগামী মাসের মাঝামাঝি থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বকাপ ক্রিকেট-২০১৫। বিশ্ব ক্রিকেটের সর্ববৃহৎ আসরকে সামনে রেখে মিউজিক ভিডিওটি তৈরি করেছে বাংলানিউজটোয়েন্টিফোর.কম। গানটিতে কণ্ঠ দিয়েছেন দেশের জনপ্রিয় সংগীত শিল্পী আরফিন রুমি ও কর্নিয়া। আরফিন রুমি ও কর্নিয়ার পাশাপাশি এই মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন নুসরাত ইমরোজ তিশা, আনিসুর রহমান মিলন, অপু বিশ্বাস, আরিফিন শুভ, মাহিয়া মাহি, মৌটুসী বিশ্বাস, জয়শ্রী কর জয়া, ফারুক আহমেদ, সাজু খাদেম, মুকিত জাকারিয়া, অ্যালেন শুভ্র, শবনম ফারিয়া, তৌসিফ মাহবুব, কাজী আসিফ, ঈশিকা, তাসনুভা তিশা ও রাজু। রয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্মরণীয় কয়েকটি মুহূর্ত। গানটি তৈরির পরিকল্পনা বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেছে বাংলানিউজের বিনোদন বিভাগ এবং নির্মাণ প্রতিষ্ঠান সিনেমাওয়ালা। ভিডিওটি সম্পাদনা করেছেন সবুজ খান, অ্যানিমেশন সাজিয়েছেন শফিকুল ইসলাম।গানটি করার প্রেক্ষাপট তুলে ধরে বাংলানিউজটোয়েন্টিফোর.কম এর প্রধান সম্পাদক আলমগীর হোসেন বলেন, আমাদের জাতীয় দলের ক্রিকেটাররা বিশ্বকাপ জিতবে, আমরা সব বাংলাদেশি এ স্বপ্ন দেখি। সামনে বিশ্বকাপ ক্রিকেট শুরু হচ্ছে, তাই বাংলাদেশ ক্রিকেট দলকে অনুপ্রেরণা যোগাতেই এই গান তৈরির উদ্যোগ নিয়েছি আমরা। আমাদেরকে সহযোগিতা করার জন্য আরফিন রুমি, কর্নিয়া ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজকে ধন্যবাদ। এছাড়া মিউজিক ভিডিও নির্মাণে আরও যারা কাজ করেছেন তাদেরকেও ধন্যবাদ। আশাকরি মিউজিক ভিডিওটি সবার কাছে উপভোগ্য হবে।‘বাংলাদেশ’ গানটির সুর ও সংগীতায়োজন ও এতে কণ্ঠ দেওয়া প্রসঙ্গে আরফিন রুমি বলেন, বাংলানিউজের কাছ থেকে প্রস্তাব পেয়ে খুবই ভালো লেগেছে। বাংলাদেশের ক্রিকেটপ্রেমী মানুষ বিশেষ করে তরুণদের কথা ভেবে সংগীতায়োজন করেছি।কর্নিয়া বলেন, আমি উচ্ছাসিত। বাংলানিউজকে ধন্যবাদ। আশা করি, বিশ্বকাপ ক্রিকেট চলাকালে এই গান আর মিউজিক ভিডিও সবাইকে অনুপ্রাণিত করবে।