টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ি ইউনিয়নের নন্দিপাড়া এলাকার ধলেশ্বরী নদীতে বেড়াতে গিয়ে নৌকা থেকে পড়ে নিখোঁজ যুবক জাহিদুল ইসলামের (২০) মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজের দুই দিন পর বুধবার সন্ধ্যায় তার মরদেহ করেছে ডুবুরি দল।এ ব্যাপারে টাঙ্গাইল মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূইয়া জানান, পৌর এলাকার কলেজপাড়া নিবাসী জাহিদুল কয়েকজন বন্ধু ও বান্ধবী মিলে মঙ্গলবার বিকেলে তারা নৌকা ভ্রমণে বের হয়। এসময় নৌকাটি নন্দিপাড়া এলাকায় পৌঁছলে জাহিদুল ও তার এক বান্ধবী নৌকা থেকে পড়ে যায়। এসময় স্থানীয় লোকজন মেয়েটিকে উদ্ধার করতে পারলেও জাহিদুল নিখোঁজ রয়ে যায়।পরে নিখোঁজ জাহিদুলকে উদ্ধার করতে আসা ফায়ার সার্ভিস কর্মীরা ব্যর্থ হয়। মঙ্গলবার সন্ধ্যায় ময়মনসিংহ থেকে আসা ডুবুরি দল রাত পর্যন্ত উদ্ধার তৎপরতা চালায়। এরপর ডুবুরি দল বুধবার দিনব্যাপী উদ্ধার তৎপরতা চালিয়ে সন্ধ্যায় ধলেশ্বরী নদীর নন্দিপাড়া থেকে মাটির নিচে চাপা পড়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।আরিফ উর রহমান টগর/এবিএস