দিনাজপুরের ফুলবাড়ীতে অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিদগ্ধ একই পরিবারের আরো একজনের চিকিৎসাধীন অবস্থায় মুত্যু হয়েছে। এ নিয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। বুধবার সন্ধ্যা ৭টায় দিকে শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অগ্নিকাণ্ডে মৃত গৃহবধূ সুফিয়া বেগম (৪০) পুলবাড়ী উপজেলার মাদিলাহাট বাজারের বাবলু মিয়ার স্ত্রী। এর আগে শনিবার সন্ধ্যা ৭টায় উপজেলার মাদিলাহাট বাজারে পেট্রলের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে একই পরিবারের বাবলু মিয়ার স্ত্রী সুফিয়া বেগম, মেয়ে মনিরা খাতুন (১৫) ও ছেলে রনি (১৭) অগ্নিদগ্ধ হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে মনিরার (১৫) মৃত্যু হয়। তিনদিন পর বুধবার সকাল ৭টায় শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রনির মৃত্যু হয়। একই মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যায় গৃহবধূ সুফিয়া বেগমের মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী উপজেলার বেতদিঘি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বলেন, অগ্নিকাণ্ডে এ নিয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। এমদাদুল হক মিলন/এএম/এবিএস