দেশজুড়ে

নবীনগরে অস্ত্র ও গুলিসহ যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ জুবায়ের হোসেন (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বীরগাঁও ইউনিয়নের বাইশমৌজা থেকে তাকে আটক করা হয়। আটক জুবায়ের উপজেলার লালপুর গ্রামের আবুল খায়েরের ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বীরগাঁও ইউনিয়নের বাইশমৌজা নৌকাঘাট সংলগ্ন বীরগাঁও স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের নির্বাচনের ভোটগ্রহণ চলছিল। এসময় জুবায়ের প্রতিদ্বন্দ্বী একটি প্যানেলের পক্ষে ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগোনিউজকে জানান, আটক জুবায়েরের কাছ থেকে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।আজিজুল সঞ্চয়/এফএ/এবিএস