দেশজুড়ে

করিমগঞ্জে মাদরাসা ছাত্রীকে গলা কেটে হত্যা

কিশোরগঞ্জের করিমগঞ্জে মীরা আক্তার (১৯) নামে এক মাদরাসা ছাত্রীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে করিমগঞ্জ উপজেলার দেহুন্দা ইউনিয়নের ভাটিয়া জহিরকোনা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মীরা ওই গ্রামের ব্যবসায়ী আনোয়ারুল ইসলামের মেয়ে। তিনি স্থানীয় সাকুয়া বাজার মহিলা মাদরাসার আরবি বিভাগের ছাত্রী।পুলিশ জানায়, বুধবার রাতে পরিবারের লোকজনের সঙ্গে ঘুমাতে যান মীরা। সকালে বাড়ির পেছনে একটি বাঁশ ঝাড়ের নিচে মীরার ক্ষত-বিক্ষত জবাই করা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী।করিমগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির রাব্বানী জানান, জবাই ছাড়াও নিহতের দেহের সামনে-পেছনে ধারালো অস্ত্রের অন্তত ২০টি আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। পুলিশের ধারণা জমি নিয়ে বিরোধ কিংবা প্রেম সংক্রান্ত বিষয়ের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।নূর মোহাম্মদ/এফএ/আরআইপি