দেশজুড়ে

ধুনটে বিস্ফোরক মামলায় যুবদল কর্মী গ্রেফতার

বগুড়ার ধুনট উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিস্ফোরক মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত যুবদল কর্মী রাজিব উদ্দিনকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাজিব উদ্দিন ধুনট পৌর এলাকার সদরপাড়ার আব্দুল বারিক সোনারের ছেলে।ধুনট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ওয়াদুদ আলী জানান, ২০১৬ সালের ৬ জানুয়ারি জামায়াত-বিএনপির অবরোধ চলাকালে ধুনট শহরে পুলিশের সঙ্গে অবরোধকারীদের পাল্টাপাল্টি হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ধুনট থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় রাজিবের বিরুদ্ধে বগুড়া আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এরপর আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিচারক। এআরএ/এমএস