খেলাধুলা

বিশ্বকাপ মিস করবে যাদের

বিশ্বকাপের ১১তম আসরের পর্দা উঠতে বাকি আর মাত্র ২৫ দিন। এবারের বিশ্বকাপে আয়োজনকারী দুই দেশ-অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ১৪ টি দেশ এবার মাতবে বিশ্বকাপ নিয়ে। আফগানিস্তান, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিস, ইংল্যান্ড, স্কটল্যান্ড, দক্ষিন আফ্রিকা, জিম্বাবুয়ে, আরব আমিরাত, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।ইতিমধ্যে বিশ্বকাপের এ লড়াইয়ে ১৫ সদস্যের ১৪ টি দেশ তাদের স্কোয়াড ঘোষণা করেছে। এসব স্কোয়াডে জায়গা পেয়েছে কিছু নতুন মুখ, আবার বাদ পড়েছে অনেক নামিদামি খেলোয়াড়ও। এমনকি  গত বিশ্বকাপ খেলেছে এমন খেলোয়াড়রাও রয়েছে।এবারের বিশ্বকাপে খেলতে পারছেনা গত বিশ্বকাপের ম্যান অফ দা সিরিজ ভারতের দুর্দান্ত  ব্যাটসম্যান যুবরাজ সিং, ওয়েস্ট ইন্ডিসের অলরাউন্ডার এবং সাবেক অধিনায়ক ডোয়াইন ব্রাভো এবং কাইরন পোলার্ড এমনকি ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যালিস্টার কুক।ভারতের বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার আগে রবিন্দ্র জাদেজার ইনজুরির কারণবশত ভাগ্য খুলে গিয়েছিলো রঞ্জি ট্রফিতে টানা তিন শতকের মালিক যুবরাজ সিং এর। স্কোয়াডে জায়গা পাওয়ার সম্ভাবনা ছিল যুবরাজ সিং এর। কিন্তু ভারতের ক্রিকেট বোর্ডের ঘোষিত স্কোয়াডে জাদেজাকেই রাখা হল। এর ফলে যুবরাজের ভাগ্যে আর মিললো না এই বিশ্বকাপ।এদিকে,কাইরন পোলার্ড গত ছয় মাস ধরে ফর্মহীন থাকায় ওয়েস্ট  ইন্ডিসের ক্রিকেট বোর্ড তাকে ছাড়াই দল ঘোষণা করেছে। ভাগ্য খুলেনি ডোয়াইন ব্রাভোরও। বোর্ডের সাথে বেতন নিয়ে ঝামেলা এমনকি ভারত সফর থেকে মাঝ পথে দল নিয়ে ফেরত যাওয়ায় কারণে বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন এই অলরাউন্ডার।অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের জন্য বিশ্বকাপ ফ্লাইট মিস করলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যালিস্টার কুক। গত শ্রীলঙ্কা সিরিজে ৫-২ ম্যাচে হেরে যায় ইংল্যান্ড। সেই সিরিজে অধিনায়ক কুক তেমন ভাল খেলতে পারেননি। বিশ্বকাপের টিকেট পাননি পাকিস্তানের পেসার বোলার উমর গুল। হাঁটুর ইনজুরি এই বোলারকে বিশ্বকাপের টিকেট থেকে বঞ্চিত করেছে।এদিকে, উইকেটরক্ষক কামরান আকমলের স্থানে বিশ্বকাপে জায়গা পেয়েছে সারফারাজ আহমেদ। কিন্তু সারফারাজ আহমেদ যে আকমলের থেকে ভাল খেলতে পারবে তা কতটা যুক্তিসঙ্গত হতে পারে? নিজ দেশেই বিশ্বকাপ খেলার টিকেট পেলেন না ৩৫ বছর বয়সী অস্ট্রেলিয়ার ডান হাতি পেসার রইয়ান হারিস।