দেশজুড়ে

শেরপুরে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার

বগুড়ার শেরপুর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের শরীর তল্লাশি করে ৬০ পিস ইয়াবাসহ বেশ কয়েকটি ধারালো অস্ত্র, রামদা ও চাকু উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা মধ্যপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে আব্দুস সালাম শিপন (২৮), রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা শিকদারপাড়া গ্রামের ছাবেদুল ইসলামের ছেলে পারভেজ (২২), মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাচমারী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রিজু মাতবর (৩৫), ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার কাইচাইল মধ্যপাড়া গ্রামের মাহবুব মিয়ার ছেলে হাবিব (২৩) ও পাবনার চাটমোহর উপজেলার নবীনপুর গ্রামের আবুল হোসেনের ছেলে শহিদুল ইসলাম (৩৮)। এ ঘটনায় শনিবার দুপুরে শেরপুর থানায় পৃথক দুটি মামলা করা হয়। শেরপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ডেভিড হিমাদ্রী বর্মা জানান, শনিবার ভোররাতে গ্রেফতারকৃতরা উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ঘোগা ব্রিজ এলাকায় মহাসড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।গোপনে সংবাদ পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় ধারালো অস্ত্র ও ইয়াবাসহ তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়। এ ঘটনায় থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান এসআই ডেভিড হিমাদ্রী বর্মা।এএম/আরআইপি