দিনাজপুর সদর উপজেলার দশমাইল টেক্সটাইল মিল এলাকায় আলুবোঝাই একটি ট্রাকে পেট্রোল বোমা ছুড়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে।ট্রাকের চালক আব্দুল হাই জানান, দিনাজপুর শহর থেকে আলু বোঝাই করে ঢাকায় যাওয়ার পথে দশমাইল এলাকায় দুর্বৃত্তরা ট্রাকে পেট্রোল বোমা ছুড়ে মারলে গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে।দিনাজপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক লিয়াকত আলী জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে গাড়ির বেশির ভাগ অংশই পুড়ে যায়।কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেকুজ্জামান পিপিএম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।বিএ