ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনারসহ তিনজনকে হত্যার হুমকি দিয়ে চিঠি দিয়েছে জেএমবি পরিচয়দানকারী এক চক্র। রেজিস্ট্রি ডাকযোগে পাঠানো চিঠিটি রোববার সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মানোয়ার হোসেন মোল্লার হাতে পৌঁছায়। ওই চিঠিতে এমপি আনার ছাড়াও উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা বাস্তুহারা লীগের সভাপতি রিপন জোয়ার্দ্দারকে জঙ্গিবিরোধী নেতা আখ্যায়িত করে আগামী ৭ দিনের মধ্যে তাদের হত্যা করা হবে বলে হুঁশিয়ার করা হয়েছে।ওই চিঠিতে বলা হয়েছে, `ইসলামের শত্রু, এমপি আনার তুমি ইসলামের শত্রু ও জঙ্গিবিরোধী এবং ভারতের দালাল। তোমাকে আর বেঁচে থাকার অধিকার নেই এবং জঙ্গিবিরোধী নেতা বাস্তুহারা লীগের সভাপতি রিপন জোয়াদ্দারকেও একই পরিণতি বহন করিতে হবে। আগামী ৭ দিনের মধ্যে এই আদেশ কার্যকর করা হবে। অপারেশন শাখা জেএমবি।` উপজেলা নির্বাহী অফিসার মানোয়ার হোসেন মোল্লা চিঠি হাতে পাওয়ার কথা স্বীকার করে বলেন, চিঠিটি যাচাই বাছাইয়ের জন্য কালীগঞ্জ থানা পুলিশের কাছে পাঠানো হয়েছে। এ ঘটনায় তিনি থানায় কোনো জিডি করেছেন কিনা জানতে চাইলে বলেন, আগে চিঠিটি পুলিশ যাচাই বাছাই করুক, পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জেএমবি পরিচয় দিয়ে কে বা কারা একটি চিঠি পাঠিয়েছে বলে তিনি শুনেছেন। এ ঘটনায় থানায় কোনো জিডি হয়নি। ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে মুঠোফোনে কল করা হলে তিনি রিসিভ করেননি এবং উপজেলা বাস্তুহারা লীগ সভাপতি রিপন জোয়ার্দ্দার হৃদরোগে আক্রান্ত হয়ে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। আহমেদ নাসিম আনাসারী/এসএস/এমএস