দেশজুড়ে

পাবনায় ট্রাকচাপায় সিএনজির ৬ যাত্রী নিহত

পাবনার আমিনপুর থানার কাশিনাথপুরে বালুবোঝাই ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার ছয় যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে এক শিশু। সোমবার সকাল সাড়ে ৭টায় পাবনা-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- সুজানগর উপজেলার দুলাই বিষ্ণুপুর গ্রামের সাধন দাস (৬৫), সিএনজিচালক সুজানগরের কাদোয়া গ্রামের আদম আলীর ছেলে আবুল কালাম (৩০), একই উপজেলার মানিকহাট গ্রামের ইরাদ আলীর ছেলে আব্দুল মালেক শিকদার (৪৫) ও তার স্ত্রী পান্না (৩৫) এবং বগুড়ার শিবগঞ্জের হাসনা বেগম (৪০) ও তার ননদ (ননদের নাম জানা যায়নি)। আমিনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সকালে বালুবোঝাই একটি মিনি ট্রাক (বগুড়া-ড-১১০৮৮২) কাশিনাথপুর থেকে পাবনার দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ৭টার দিকে ট্রাকটি পাবনা-ঢাকা মহাসড়কের কাশিনাথপুর ব্রিজের পশ্চিম পাশে আহাম্মদপুর ফুলবাগানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। বেড়া হাসপাতালে নেয়ার পর এক যাত্রী এবং পাবনা জেনারেল হাসপাতালে নেয়ার পর চালক মারা যান। নিহতদের মধ্যে তিনজন নারী ও তিনজন পুরুষ। তারা সবাই অটোরিকশার যাত্রী। আহত এক শিশুকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে। ওসি আরো জানান, ঘাতক ট্রাকটি আটক করে থানায় রাখা হয়েছে। ট্রাকচালক পলাতক। এ ঘটনায় আমিনপুর থানায় মামলার প্রস্ততি চলছে।এদিকে দুর্ঘটনার খবর পেয়ে বেলা ১১টার দিকে পাবনার জেলা প্রশাসক রেখা রানী বালো, অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, সুজানগর ইউএনও সাখাওয়াত হোসেনসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। একে জামান/এসএস/এমএস