কিশোরগঞ্জের কুলিয়ারচরে মিজান (২৮) নামে এক ইমামের বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার উছমানপুর ইউনিয়নের কোণাপাড়া এলাকায় রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মিজানের বাড়ি কিশোরগঞ্জের বৌলাই এলাকা। তিনি কোণাপাড়া একটি মক্তবে শিক্ষকতাও করতেন। কুলিয়ারচর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রাখাল দেবনাথ জানান, সকালে উপজেলার উছমানপুর ইউনিয়নের কোণাপাড়া এলাকার লোকজন একটি বস্তা ও একটি মোটরসাইকেল দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তা থেকে একটি মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে হত্যার কারণ জানা যায়নি।নূর মোহাম্মদ/এসএস/আরআইপি