দেশজুড়ে

ঝিনাইদহে ট্রাকভর্তি গরু ছিনতাই

ঝিনাইদহের শৈলকুপার চড়ুইবিল এলাকা থেকে ৫ জনকে অজ্ঞান করে ট্রাকভর্তি গরু ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার ভোরে সড়কের পাশ থেকে অজ্ঞান ৫ ব্যক্তিকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শৈলকুপা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, চুয়াডাঙ্গা জেলার জীবননগর থেকে গরু ব্যবসায়ীরা ১২টি গরু নিয়ে ট্রাকযোগে কুমিল­া যাচ্ছিল। পথিমধ্যে চড়ুইবিল এলাকায় পৌঁছালে পিকআপে করে একদল ছিনতাইকারী গরুভর্তি ট্রাকের চালক, হেলপার, গরুর ব্যবসায়ী ও রাখালকে বেদম মারপিট করে। এরপর জোর করে ওষুধ খাইয়ে হাতপা বেঁধে রাস্তার পাশে ফেলে ট্রাকভর্তি গরু নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা অজ্ঞান ৫ ব্যক্তিকে উদ্ধার ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। ছিনতাই করা গরুর দাম ১০ লাখ টাকা বলে ব্যবসায়ীরা জানান।আহমেদ নাসিম আনসারী/এসএস/আরআইপি