দেশজুড়ে

হিলি সীমান্তে বিজিবি ও বিএসএফের মিষ্টি বিনিময়

দিনাজপুরের হিলি সীমান্তে ভারতের ৭০তম স্বাধীনতা দিবস উপলক্ষে বিজিবিকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বিএসএফ। অপরদিকে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছে বিজিবি।সোমবার বেলা সাড়ে ১১টায় ইমিগ্রেশন চেকপোস্ট গেটের শূন্য রেখায় ভারতের হিলি বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার রহিদ শর্মা ও জামিল বাশা বিজিবি হিলি আইসিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার সিরাজুল ইসলামের হাতে মিষ্টির প্যাকেট তুলে দিয়ে ভারতের ৭০তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান।অপরদিকে বিজিবি ও বিএসএফ কর্মকর্তার হাতে মিষ্টির প্যাকেট তুলে দিয়ে তাদের শুভেচ্ছা জানান। বিএসএফের পক্ষ থেকে জয়পুরহাট-৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কসহ স্থানীয় ক্যাম্পগুলোর জন্য ছয় প্যাকেট মিষ্টি উপহার দেয়। বিজিবির পক্ষ থেকে বিএসএফের পতিরাম ১৯৯ ব্যাটালিয়ন অধিনায়কসহ স্থানীয় ক্যাম্পগুলোর জন্য মোট ছয় প্যাকেট মিষ্টি উপহার দিয়েছেন। এসময় উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।এমদাদুল হক মিলন/এআরএ/আরআইপি