দেশজুড়ে

পটুয়াখালীতে জাতীয় শোক দিবস পালিত

বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় পটুয়াখালীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক দল কর্মসূচি পালন করেছে।সোমবার সকাল জেলা ১০টায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক একেএম শামিমুল হক ছিদ্দিকীর সভাপতি এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে বক্তব্য রাখেন লুৎফুন্নেছা, খান মোশারেফ হোসেন, ডা. শফিকুল ইসলাম, সৈয়দ মুসফিকুর রহমান, কাজী আলমগীর, মোতালেব মোল্লা ও কানিজ সুলতানা হেলেন প্রমুখ। পরে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।এদিকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শোক শোভাযাত্রা, বঙ্গবন্ধুর ভাস্কর্যে ফুলদিয়ে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা এবং দোয়া মোনাজাতের মাধ্যমে দিবসটি পালন করা হয়।বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে প্রফেসর ড. আবুল কাশেম চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ড. মো. শামসুদ্দীন, এবিএম মাহবুব মোর্শেদ, প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত, প্রফেসর ড. মো. রবিউল হক, প্রফেসর ড. সুলতান মাহমুদ, প্রফেসর ড. মো. হারুনর রশীদ, প্রফেসর আ ক ম মোস্তফা জামান, ড. মোহাম্মদ কামরুল ইসলাম, মো. লুৎফর রহমান ও রায়হান আহমেদ রিমন প্রমুখ।বিএ