রাজধানী ঢাকাতে দক্ষিণ এশীয় সহযোগিতা সংস্থার (সার্ক) সদস্য দেশসমূহের সিভিল সার্ভিস কমিশনের (পিএসসি) প্রধানদের চতুর্থ সম্মেলন বৃহস্পতিবার শুরু হবে। রাষ্ট্রপতি এম আবদুল হামিদ সম্মেলনের উদ্বোধন করবেন। মঙ্গলবার এক সরকারি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।সম্মেলনে সরকারি চাকরিতে নিয়োগের জন্য দক্ষ লোক মনোনীত করার বিষয়টি গুরুত্ব পাবে। সম্মেলনে অংশ গ্রহণকারীগণ তাদের অভিজ্ঞতা বিনিময় করবেন। বাংলাদেশে এই প্রথম এ ধরনের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। -বাসসআরএস