দেশজুড়ে

দিনাজপুরে শিবিরের ১১ নেতাকর্মী আটক

দিনাজপুরে অভিযান চালিয়ে ঢাকা মহানগর শিবিরের সাবেক অফিস সেক্রেটারি তোজাম্মেল হক বকুল ( ২৫) সহ ১১ জন শিবির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে শিবির পরিচালিত দিনাজপুরের পৃথিবী কোচিং সেন্টারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক জিহাদি বই উদ্ধার করা হয়েছে।আটক তোজাম্মেল হক বকুল দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার ছোট ডাঙ্গা পাড়ার মোফাজ্জল হোসেনের ছেলে ।  আটক অন্যরা হলেন- দিনাজপুর সরকারি কলেজের সাবেক শিবির সভাপতি ও পৃথিবীর কোচিং সেন্টারের সহকারী পরিচালক মনজুরুল হোসেন (২৬), ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার বরুয়াল গ্রামের সামেদ আলীর ছেলে আব্দুল করিম ওরফে রেজাউল করিম (২২), পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার মাঝিপাড়া গ্রামের ইউনুস আলীর ছেলে ইসাহাক আলী (২৪), দিনাজপুর জেলার বিরল উপজেলার পাইকপাড়া গ্রামের আমান হোসেনের ছেলে জুয়েল রানা (২৩), ঠাকুরগাঁও জেলার রানীশৈংকল উপজেলার সিংহল গ্রামের মহিউদ্দীনের ছেলে সাইদুল ইসলাম (২৩)। ঠাকুরগাঁও জেলার রানীশৈংকল উপজেলার চেংমারী গ্রামের এনামুল হকের ছেলে মোহাম্মদ আলী (২৩), দিনাজপুর জেলার চিরিরবন্দও উপজেলার আন্ধার মুখ গ্রামের আনোয়ার হোসেনের ছেলে তানজুরুল ইসলাম (২৩), দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার ছোট বালিহারা গ্রামের মোজাফ্ফর হোসেনের ছেলে হাবিবুর রহমান (২৬), দিনাজপুর সদর উপজেলার দামুদারপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে মনিরুজ্জামান মনির (২১) ও দিনাজপুর সদর উপজেলার নালাহার চৌধুরী পাড়া গ্রামের সামসুদ্দীনের ছেলে ইমতিয়াজ হোসেন (২২)। দিনাজপুর কোতয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদোয়ানুর রহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সকালে পৃথিবী কোচিং সেন্টারে অভিযান চালায়। এসময় সেখানে গোপন বৈঠক করার সময় ১০ জনকে আটক করা হয়। পরে রেটিনা কোচিং সেন্টারে অভিযান চালিয়ে আরো একজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক জিহাদি বই উদ্ধার করা হয়। আটকদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। এমদাদুল হক মিলন/এফএ/আরআইপি