নড়াইলের লোহাগড়া উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ইসলাম মৃধা (৫০) নামে এক কৃষক লীগ নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১০ জন। এঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১০ রাউন্ড শর্টগানের গুলি বর্ষণ করে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারমল্লিকপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুলাল ঠাকুর ও হিমায়েত হোসেন পক্ষের মধ্যে দ্বন্দ্ব-সংঘাত চলেছিল। এরই জের ধরে মঙ্গলবার সকালে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে যায়। সংঘর্ষে আহত নুর ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় নড়াইল সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) বিপ্লব কুমার সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহের ময়নাতদন্ত চলছে, হত্যা মামলার প্রস্তুতি চলছে।নড়াইলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. কামরুজ্জামান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১০ রাউন্ড শর্টগানের গুলি বর্ষণ করেছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িত সন্দেহে ছয়জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।হাফিজুল নিলু/এআরএ/এবিএস