দেশজুড়ে

কাওড়াকান্দি-শিমুলিয়ায় নৌযান চলাচল বন্ধ

বৈরী আবহাওয়ার কারণে কাওড়াকান্দি-শিমুলিয়ায় বুধবার সকাল থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। ফেরি চলছে সীমিত আকারে। পদ্মায় প্রবল স্রোত ও ঢেউ থাকায়  শুধু রো-রো ফেরি চলছে।বিআইডব্লিউটিএ’র কাওড়াকান্দি ঘাট সূত্রে জানা যায়, ভোর থেকেই প্রচণ্ড বাতাস থাকায় উত্তাল হয়ে উঠেছে পদ্মা। দুর্ঘটনা এড়াতে সকাল সাড়ে ৭টা থেকে বন্ধ রাখা হয়েছে লঞ্চ ও স্পিডবোট চলাচল। এ কারণে লঞ্চ ও স্পিডবোটের পরিবর্তে ফেরিতে যাত্রী চাপ বেড়ে গেছে। কিন্তু মৌসুমী বায়ুর প্রভাবে উত্তাল পদ্মা এবং প্রবল স্রোতের কারণে ফেরি চলছে সীমিত আকারে। এদিকে, কাওড়াকান্দি ফেরি ঘাট সূত্র জানায়, সকাল থেকে ডাম্প, কে-টাইপ, টানা ফেরি চলাচল বন্ধ রয়েছে। রো রো ফেরি সকালে কাওড়াকান্দি ঘাট থেকে ছেড়ে গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়া খারাপ হয়ে উঠায় বন্ধ রাখা হয়েছে ফেরি চলাচল।নৌ চলাচল বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছে সাধারণ যাত্রীরা। বুধবার দুপুরে পদ্মা পার না হতে পারা যাত্রীদের ভীড় দেখা গেছে শিবচরের কাওড়াকান্দি ঘাটে। অনেক যাত্রীকে আবার ফিরে যেতেও দেখা গেছে।বিআইডব্লিউটিসি’র কাওড়াকান্দি ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া জানান, আবহাওয়া খারাপ থাকায় রো রো ফেরিসহ মাত্র ছয়টি ফেরি চলছে। তবে আবহাওয়া আরো খারাপ হলে যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে ফেরি চলাচল।কাওড়াকান্দি লঞ্চ ও স্পিডবোট ঘাট সূত্রে জানা গেছে, সকাল থেকে পদ্মা উত্তাল থাকায় লঞ্চ, স্পিডবোট চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। ভোরে কাওড়াকান্দি থেকে একটি লঞ্চ ছেড়ে গেলেও পরে আবার ঘাটে ফিরে আসতে হয়েছে। মাঝ পদ্মায় প্রচণ্ড ঢেউ ও স্রোত থাকায় নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তাই দুর্ঘটনা এড়াতে বন্ধ রাখা হয়েছে নৌ চলাচল।বিআইডব্লিউটিএর কাওড়াকান্দি ঘাটের পরিদর্শক এবিএস মাহমুদ বলেন,‘ভোর ৬টা থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত চলাচল বন্ধ থাকবে।’নাসিরুল হক/এসএস/এবিএস