ইতালিয়ান তারকা মিডফিল্ডার আন্দ্রে পিরলো চ্যাম্পিয়ন্স লিগে নিজের স্বপ্নের একাদশ ঘোষণা করেছেন। ইতালিয়ান এই ফুটবলারের স্বপ্নের একাদশ দেখে চমকেই যেতে পারেন। মেসি থাকলেও জায়গা হয়নি কিছুদিন আগে ক্যারিয়ারের তৃতীয় ফিফা ব্যালন ডি’অর জেতা রোনালদোর। পিরলো তার স্বপ্নের একাদশ সাজিয়েছেন ৪-৩-৩ ফরমেশনে। গোলরক্ষক হিসাবে এ দলে আছেন তারই জুভেন্টাস সতীর্থ বুফন। রক্ষণভাগে তিনি রেখেছেন জার্মানির ফিলিম লাম, দুই ইতালিয়ান পাওলো মালদিনি,ফ্যাবিও ক্যানাভারো ও ব্রাজিলের কাফুকে।আর মাঝ মাঠে ইংল্যান্ডের পল স্কোলস, ইতালির জেনারো গাত্তুসোর সঙ্গে আছেন স্পেনের প্লে মেকার জাভি হার্নান্দেজ। আক্রমণভাগ সাজিয়েছেন ব্রাজিলের কাকা,আর্জেন্টিনার লিওনেল মেসি ও ইতালির ফিলিপ ইনজাগিকে দিয়ে।পিরলো ক্যারিয়ারের লম্বা একটা সময় এসি মিলানের হয়ে খেলেছেন। ২০০৩ ও ২০০৭ সালে মিলানের হয়ে জিতেছেন দু’টি চ্যাম্পিয়নস লিগ শিরোপা। বর্তমানে খেলছেন জুভেন্টাসের হয়ে। এমআর