দিনাজপুরের বীরগঞ্জে ট্রাকের ধাক্কায় আজিজুল হক(১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে জেলার কবিরাজহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আজিজুল উপজেলার ভোগনগর ইউনিয়নের ভাবকি গ্রামের জিয়ারুল হকের ছেলে এবং রহিম বখস উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র। রহিম বখস উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম জানান, বুধবার আজিজুল ও তার বাবা রিকশায় জমিতে পানি সেচ দিতে যান। ফেরার পথে তাদের রিকশাকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তারা আহত হন। গুরুতর আহত আজিজুলকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পর দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেলে নেয়ার পথে দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়। বীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান ওসি আবু আক্কাস। এমদাদুল হক মিলন/এএম/আরআইপি