রংপুর অঞ্চলে দ্বিতীয় দিনের মত শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় কাহিল হয়ে পড়েছে এ অঞ্চলের হতদরিদ্র মানুষ। চরাঞ্চলের খেটে খাওয়া মানুষদের অবস্থা সবচেয়ে খারাপ।রংপুরের কাউনিয়া উপজেলার ঢুসমারা চরের মিজানুর, মানিক ও মর্জিনা বেগম জানান, গত কয়েকদিন থেকে রংপুরের উপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহে তারা কাজের সন্ধানে ঘরের বাইরে যেতে পারছেন না। এ কারণে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন।তারা আরও জানান, হরতাল আর অবরোধে তারা শহরেও গিয়েও কাজ পাচ্ছেন না। এভাবে কাজ না পেলে তাদের পরিবার পরিজন নিয়ে না খেয়ে থাকা ছাড়া আর কোনো উপায় থাকবে না।এদিকে, নগরীর বোতলা এলাকা ঘুরে লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে- এখানকার হতদরিদ্র মানুষ গরম কাপড়ের জন্য প্রশাসনসহ বিত্তবানদের দিকে তাকিয়ে রয়েছেন।এআরএস