বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর নিরাপত্তা প্রহরায় ও র্যাব পুলিশের সহযোগিতায় দেশের বিভিন্ন এলাকায় মঙ্গলবার ৬৬ হাজারেরও বেশি যানবাহন চলাচল করেছে।বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি হেড কোয়াটারের জনসংযোগ কর্মকর্তা মহসিন রেজা। তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যা ৬টা হতে বুধবার সকাল ৬টা পর্যন্ত ৬৬,২৬২টি যানবাহন চলেছে।এছাড়াও বিপুল সংখ্যক বাস ও পণ্যবাহী গাড়ি নিরাপত্তা বহরের সাথে যুক্ত হয়ে নিজ নিজ গন্তব্যস্থলে ছেড়ে গেছে।মহসিন রেজা বলেন, নিরাপত্তা বাহিনীর প্রহরায় মঙ্গলবার সন্ধ্যা ৬টা হতে বুধবার সকাল ৬টা পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ১৬৪টি তেলবাহী ট্যাংকারও চলাচল করেছে।জেইউ/বিএ