দেশজুড়ে

খাগড়াছড়িতে ইয়াবা ব্যবসায়ীসহ আটক ২

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় এক ইয়াবা ব্যবসায়ীসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২২০ পিস ইয়াবা ও বিশ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।বুধবার সন্ধ্যার দিকে মাটিরাঙ্গা পৌরসভার ৭নং ওয়ার্ডের চৌধুরী পাড়া থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, মাটিরাঙ্গা পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. শামছুল হকের ছোট ভাই ও মো. মজিদ আলীর ছেলে ইয়াবা ব্যবসায়ী মো. এনামুল হক(২৫) ও চৌধুরী পাড়ার মো. দেলোয়ার হোসেনের ছেলে মো. মাসুম হোসেন(২৫)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা সেনা জোনের ক্যাপ্টেন তানজিম হোসাইন তুর্জ ও মাটিরাঙ্গা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে তাদের আটক করা হয়।   গত কয়েকদিন ধরে মাটিরাঙ্গা সেনা জোন ও মাটিরাঙ্গা পৌরসভার মাদকবিরোধী জনসচেতনামূলক সভা-সমাবেশের পর মাটিরাঙ্গা উপজেলা সদরের চৌধুরী পাড়া থেকে ইয়াবা ও হেরোইন উদ্ধারের ঘটনা ঘটলো।মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাদাত হোসেন টিটো জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মুজিবুর রহমান ভুইয়া/এএম/পিআর