দেশজুড়ে

আত্রাইয়ে ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু

নওগাঁর আত্রাইয়ে ভিমরুলের কামড়ে শিশু সাদিক (৮) মারা গেছে। এ ঘটনায় আরো ৪ জন আহত হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার বাঁকা গ্রামে এ ঘটনা ঘটে। সাদিক একই  গ্রামের খোরশেদের ছেলে। আহতরা হলেন- একই গ্রামের জসিম উদ্দিনের মেয়ে জেসমিন (৮), এলাহীর মেয়ে ইলমা (৬), জাকির হোসেনের স্ত্রী মৌসুমী (২৮) এবং ওহিদুর রহমান (৩৫)।স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় আগে বাড়ির পাশের একটি তাল গাছের নিচ দিয়ে আসার সময় সাদিককে ভিমরুল কামড় দেয়। সাদিকের চিৎকারে প্রতিবেশীরা উদ্ধারে এগিয়ে আসলে তাদেরও কামড় দেয়। তাৎক্ষণিক সাদিককে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাত ৯টার দিকে সে মারা যায়। আর আহতরা আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে বৃহস্পতিবার সকালে সবাই বাড়ি ফিরেছেন বলে জানা গেছে।আব্বাস আলী/এসএস/আরআইপি