বান্দরবানের আলীকদম উপজেলায় অগ্নিকাণ্ডে ৩০টি দোকান পুড়ে গেছে। বু্ধবার রাত আড়াইটার দিকে কুরুকপাতা ইউনিয়নের দুর্গম দোছড়ি বাজারে এ ঘটনা ঘটে।কুরুকপাতা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মর্জিনা তঞ্চঙ্গ্যা জানান, বাজারের একটি চায়ের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে একটি মসজিদ ছাড়া সবকটি দোকান পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত করতে পারেনি প্রশাসন।এদিকে, খবর পেয়ে বৃহস্পতিবার সকালে সেনাবাহিনীর একটি পেট্রল টিম ও জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।সৈকত দাশ/এসএস/আরআইপি