শিক্ষা

সিলেটে পাসের হার ও জিপিএ-৫ কমেছে

সিলেটে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ দুটোয় কমেছে। এবার পাসের হার ৬৮.৫৯ শতাংশ যা গতবার  ছিল ৭৪.৫৭ শতাংশ।কমেছে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাও। এ বছর জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩৩০ জন শিক্ষার্থী যা গত বছর পেয়েছিল ১ হাজার ৩৫৬ জন শিক্ষার্থী ।বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় আনুষ্ঠানিকভাবে এ ফলাফল জানান শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. শামসুল ইসলাম।এবার সিলেট শিক্ষাবোর্ডে শতভাগ ফলাফল অর্জন করেছে ৫টি কলেজ। এগুলো হলো- সিলেট ক্যাডেট কলেজ, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, উইমেন্স মডেল স্কুল অ্যান্ড কলেজ, ভাতরাই স্কুল অ্যান্ড কলেজ ও খাজাঞ্জিবাড়ি স্কুল অ্যান্ড কলেজ।গত বছর অবশ্য শতভাগ ফলাফল অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ১৩টি। গত বছরের তুলনায় এবার শতভাগ পাস করা কলেজের সংখ্যা কমেছে ৮টি।শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবার ২৪৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬৪ হাজার ১৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে মোট ৬৩ হাজার ৯৫৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৪৩ হাজার ৮৭০ জন। এদের মধ্যে ছেলে ২০ হাজার ৭৭৯ ও মেয়ে ২৩ হাজার ৯১ জন।ছামির মাহমুদ/এসএস/আরআইপি