রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি। বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী আরিফ খান জয়।দিনব্যাপী প্রতিযোগিতার ৭৫ খেলায় ২২৫ জন শিক্ষার্থী বিজয়ী হিসেবে পুরস্কার গ্রহণ করে। জয় ম্যাংগো ফ্রুট ড্রিঙ্ক এই ক্রীড়া প্রতিযোগিতার প্রধান পৃষ্ঠপোষক হিসেবে সহযোগিতা করে।