কারিগরি শিক্ষা বোর্ডে বেড়েছে জিপিএ-৫ এর হার। এ বছর কারিগরি শিক্ষা বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৫৮৭ জন, যা গত বছর ছিল ৬ হাজার ৪৩০। এ হিসেবে বেড়েছে ১৫৭ জন।এ বছর এ বোর্ড থেকে মোট অংশগ্রহণকারী পরীক্ষার্থী ছিল ১ লাখ ২ হাজার ২৪৮ জন, যা গত বছরের চেয়ে বেড়েছে ৩ হাজার ৯৫২। গত বছর ৯৮ হাজার ২৯৬ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। এর মধ্যে পাস করেছে ৮৬ হাজার ৪৬৯, গত বছর ছিল ৮৪ হাজার ১২৫ জন। এ হিসেবে বেড়েছে ২ হাজার ৩৪৪ জন। শতাংশের হিসাবে এবার পাসের হার কিছুটা কমেছে। এ বছর পাসের হার ৮৪ দশমিক ৫৭ ভাগ, গত বছর ছিল ৮৫ দশমিক ৫৮ ভাগ।প্রসঙ্গত, এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ দুটোই গতবারের চেয়ে বেড়েছে। আটটি সাধারণ এবং মাদ্রাসা, কারিগরিসহ ১০টি শিক্ষা বোর্ডে পাসের হার ৭৪ দশমিক ৭০ শতাংশ। গতবারের চেয়ে এবার পাসের হার ৫ দশমিক ১০ শতাংশ বেশি। জিপিএ-৫ পেয়েছেন ৫৮ হাজার ২৭৬ জন শিক্ষার্থী। মোট পরীক্ষাথী ছিল ২ লাখ ৩ হাজার ৬৪০ জন। এর মধ্যে পাস করেছেন ৮ লাখ ৯৯ হাজার ১৫০ জন।একে/পিআর