এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার বিগত বছরের তুলনায় ৫ দশমিক ১০ শতাংশ বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী, উত্তীর্ণের সংখ্যা, পাসের হার, জিপিএ-৫ প্রাপ্ত প্রতিষ্ঠান ও কেন্দ্রের সংখ্যা বেড়েছে।শিক্ষামন্ত্রী বলেন, যারা উত্তীর্ণ হয়েছে, তারা সবাই উচ্চ শিক্ষার সুযোগ পাবেন। সবাই হয়তো পছন্দমতো জায়গায় ভর্তি হতে পারবে না। তবে সিট খালি না থাকার জন্য কেউ উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারবে না এমনটি হবে না।বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।শিক্ষামন্ত্রী জানান, এবার সারাদেশে পাসের হার ৭৪ দশমিক ৭০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৫৮ হাজার ২৭৬ জন। ছেলেদের পাসের হার ৭৩.৯৩ শতাংশ এবং মেয়েদের ৭৫.৬০ শতাংশ। গতবার পাসের হার ছিল ৬৯ দশমিক ৬০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছিলেন ৪২ হাজার ৮৯৪ জন।উত্তীর্ণ শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, তাদের অধ্যাবসায়, মা-বাবা ও শিক্ষকদের যত্ন, শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন পদক্ষেপসহ সমগ্র শিক্ষা পরিবারের সার্বিক প্রচেষ্টায় এ ফলাফল অর্জিত হয়েছে।এমইউএইচ/এবিএস