শিক্ষা

মাদ্রাসায় পাশের হার কমলেও জিপিএ-৫ বেড়েছে

মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাশের হার কমলেও গত বছরের চেয়ে জিপিএ-৫ এর সংখ্যা বেড়েছে। এ বছর মাদ্রাসা থেকে পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৮৮ দশমিক ১৯ ভাগ শিক্ষার্থী। গত বছর ছিল ৯০ দশমিক ১৯ শতাংশ। অন্যদিকে জিপিএ ৫ পেয়েছে মোট ২ হাজার ৪১৪ জন, গত বছর ছিল ১ হাজার ৪৩৫ জন। এ হিসাবে জিপিএ-৫ বেড়েছে ৯৭৯ জন। এ বছর ৮টি শিক্ষা বোর্ডে মাদ্রাসা থেকে অংশগ্রহণকারী পরীক্ষার্থী ৮৯ হাজার ৬০৩ জন, যা গত বছর ছিল ৮২ হাজার ৫৫৮ জন। এ হিসাবে বেড়েছে ৭ হাজার ৪৫ জন। মোট শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৭৯ হাজার ২০ জন, যা গত বছর ছিল ৭৪ হাজার ৪৬১ জন। এ হিসাবে বেড়েছে ৪ হাজার ৫৫৯ জন।প্রসঙ্গত, এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ দুটোই গতবারের চেয়ে বেড়েছে। আটটি সাধারণ এবং মাদ্রাসা, কারিগরিসহ ১০টি শিক্ষা বোর্ডে পাসের হার ৭৪ দশমিক ৭০ শতাংশ। গতবারের চেয়ে এবার পাসের হার ৫ দশমিক ১০ শতাংশ বেশি। জিপিএ-৫ পেয়েছেন ৫৮ হাজার ২৭৬ জন শিক্ষার্থী। মোট পরীক্ষাথী ছিল ২ লাখ ৩ হাজার ৬৪০ জন। এর মধ্যে পাস করেছেন ৮ লাখ ৯৯ হাজার ১৫০ জন।একে/পিআর