এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে বগুড়ার সেরা কলেজগুলোর অধিকাংশই শতভাগ পাসের তালিকায় নেই। পাশাপাশি জিপিএ-৫ এর হারও অনেক কমেছে। বগুড়া সরকারি আজিজুল হক কলেজ থেকে ১৬৫৬ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে পাস করেছে ১৬৩০ জন। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৮৫৫ জন। আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজ থেকে ৩৩৫ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেছে। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৪৬ জন। পল্লী উন্নয়ন একাডেমী ল্যবরেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে ৩১৩ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ৩১২ জন। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৮২ জন। ইংলিশ ভার্সন মিলেনিয়াম স্কলাস্টিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৬ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেছে। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫ জন। এদিকে বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে ২৭৩ জন অংশ নিয়ে পাস করেছে ২৭২ জন। জিপিএ- ৫ পেয়েছে ১২৯ জন। সরকারি মজিবুর রহমান মহিলা কলেজ থেকে ১০৭৪ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৯১৩ জন। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে মাত্র ২১ জন। পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ থেকে ২৭১ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২৭০ জন। এর মধ্যে জপিএ-৫ পেয়েছে ১২০ জন। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ৬৬৯ জন পরীক্ষায় অংশ নিয়েছে পাস করেছে ৬৬০ জন। এরমধ্যে জিপিএ- ৫ পেয়েছে ৩০৮ জন।লিমন বাসার/এফএ/এবিএস