রাজনীতি

ঢাবিতে ৫ শিক্ষার্থীকে গণপিটুনি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের রাজনীতিতে জড়িত থাকার অভিযোগে ৫ শিক্ষার্থীকে গণপিটুনি দিয়েছে ছাত্রলীগ। বুধবার বিকাল সাড়ে ৪টায় সার্জেন্ট জহুরুল হক হলে এই ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, শিবির অভিযোগে আটককৃতদের হলের একটি রুমে আটকে রেখে এক ঘন্টা ধরে ব্যাপক মারধর করে ছাত্রলীগ কর্মীরা। পরে শাহবাগ থানায় তাদেরকে সোপর্দ করা হয়।হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল নাহিয়ান খান জয় জাগোনিউজকে জানান, ইসলামিক স্ট্যাডিজ বিভাগের শাখাওয়াত নামের এক ছাত্রকে শিবির সন্দেহে আটক করার পর সে বাকীদের সম্পর্কে তথ্য দেয়। পরে সবাইকে আটক করে শাহবাগ থানায় পাঠিয়ে দেয়া হয়। আককৃত শিবিরের বাকী কর্মীরা হলেন, মাসুম (আইন বিভাগ, ৪র্থ বর্ষ), বদরুল (ইতিহাস বিভাগ,৪র্থ বর্ষ), ইকরাম(ইসলামের ইতিহাস বিভাগ, মাস্টার্স) আরেকজনের নাম জানা যায়নি।বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. আমজাদ আলী জানান, শিবির সন্দেহে যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে শাহবাগ থানায় পাঠানো হয়েছে।এমএম/এএইচ