দিনাজপুর শিক্ষাবোর্ডে এবার এইচএসসি পরীক্ষায় আটটি কলেজের কোনো শিক্ষার্থী কেউ পাস করতে পারেনি। বৃহস্পতিবার ঘোষিত ফলাফলে এসব তথ্য জানা যায়।কেউ পাস করতে পারেনি এমন কলেজগুলো হচ্ছে, রংপুরের পীরগাছার সাতদরগা স্কুল অ্যান্ড কলেজ, লালমনিরহাটের কালিগঞ্জের দুহুল স্কুল অ্যান্ড কলেজ, গাইবান্ধার গোবিন্দগঞ্জের বুড়াবুড়ি কলেজ, দিনাজপুরের ফুলবাড়ির উত্তর লক্ষ্মীপুর স্কুল অ্যান্ড কলেজ, ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলের রামপুর স্কুল অ্যান্ড কলেজ, নীলফামারীর নগর দারোয়ানী স্কুল অ্যান্ড কলেজ, একই জেলার জলঢাকার বগুলাগাড়ি স্কুল অ্যান্ড কলেজ এবং কুড়িগ্রামের ভুরুঙ্গামারী স্কুল অ্যান্ড কলেজ।দিনাজপুর শিক্ষা বোর্ডের সহকারী কন্ট্রোলার রাকিবুল ইসলাম জানান, ওই আট কলেজ থেকে মোট ২০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। তদের সবাই ফেল করেছে। এর মধ্যে চারটি কলেজে শিক্ষার্থীর সংখ্যা ছিল মাত্র চারজন।এআরএ/এবিএস