ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিকী নড়াইল প্রেসক্লাব পরিদর্শন করেছেন। শুক্রবার বেলা ১১টার দিকে তিনি প্রেসক্লাবে এসে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে নড়াইল এবং প্রেসক্লাবের বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন। এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. নাছিমা খাতুন, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, প্রবীন সাংবাদিক প্রদ্যুৎ মুখার্জী, সাংবাদিক আসাদ রহমান, শরিফুল ইসলাম ও মধু সরকার উপস্থিত ছিলেন। এর আগে তিনি বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের সংগ্রহশালা পরিদর্শন করেন। বিকেলে তিনি নড়াইলের মেয়ে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর স্ত্রী শুভ্রা মুখার্জীর প্রথম প্রয়ান দিবস উপলক্ষে সদর উপজেলার তুলারামপুর গ্রামে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখবেন বলে জানা গেছে।হাফিজুল নিলু/এফএ/পিআর