দিনাজপুরের খানসামায় নিখোঁজের তিনদিন পর আব্দুল আসাদ (১০) নামে ৩য় শ্রেণির এক স্কুলছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের পালক বাবা-মাকে আটক করা হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের দেউলদা এলাকার একটি বাঁশবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আব্দুল আসাদ ভাবকী ইউনিয়নের দেউলদা গ্রামের শরিফ আলীর ছেলে।পরিবারের ভাষ্য দিয়ে খানসামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, গত বুধবার আব্দুল আসাদ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুজি করেও তাকে না পাওয়ায় থানায় অভিযোগ দেয় পরিবার।শুক্রবার সকালে এলাকাবাসী গন্ধ পেয়ে বাড়ির কিছু দূরে একটি বাঁশবাগানে রাশেদের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।ওসি আব্দুল মতিন আরো জানান, মরদেহ গলে যাওয়ায় সুরতহাল রিপোর্টে তেমন কিছু পাওয়া যায়নি। ময়না তদন্তের রিপোর্ট আসলে বিষয়টি সঠিকভাবে জানা যাবে। এছাড়া প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের পালক বাবা-মাকে আটক করা হয়েছে বলেও জানান ওসি আব্দুল মতিন। এমদাদুল হক মিলন/এএম/পিআর