ভোলার মনপুরা উপজেলার মেঘনা নদীতে জেলেদের মাছ ধরার ট্রলারে হামলা চালিয়েছে জলদস্যুরা। এ সময় দুই জেলেকে গুলি ও ছয়জনকে অপহরণ করে নিয়ে যায় তারা। অপহৃত জেলেদের পরিবারের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। শুক্রবার ভোরে মনপুরার অদূরে মেঘনা নদীর জাগলার চর এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ জেলে মনির ও সালাউদ্দিনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। অপহৃতরা হলেন, ফারুক মাঝি, মো. নেছার, আবুল বাসার, জাহাঙ্গীর, জাফর, মুনির মাঝি। তাদের বাড়ি উপজেলার মনপুরা ইউনিয়নের কুলাগাজীর তালুক গ্রামে।পুলিশ ও স্থানীয় জেলেরা জানান, ভোরে জাগলার চর এলাকায় মাছ শিকারকালে জেলেদের একটি ট্রলার ঘিরে ফেলে জলদস্যুরা। পরে ট্রলারে হামলা করে মুক্তিপণের দাবিতে ছয় জেলেকে অপহরণ করে নিয়ে যায়। এ সময় দস্যুদের গুলিতে আহত হয় দুই জেলে।অপহৃত পরিবারের স্বজনেরা জানান, আটক জেলেদের ছাড়িয়ে আনতে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে জলদস্যু বাহিনীর প্রধান। জেলা প্রশাসক মো. সেলিম উদ্দিন জানিয়েছেন, জেলেরা মনপুরার হলেও ডাকাতির ঘটনা ঘটেছে হাতিয়া সীমানায়। তবে অপহৃত জেলেদের উদ্ধারের চেষ্টা চলছে। অমিতাভ অপু/এএম/এবিএস