প্যারিসে বন্দুকধারীদের হাতে ২০ জনের মতো নিহত হবার দু`সপ্তাহ পর গোয়েন্দা সংস্থাগুলোতে প্রায় আড়াই হাজার নতুন সদস্য নিয়োগের ঘোষণা দিয়েছেন ফরাসি প্রধানমন্ত্রী মানুয়েল ভালস।এই গোয়েন্দারা মূলত ইসলামিক জঙ্গি তৎপরতা নিয়ে তদন্ত করবে। আগামী তিন বছরে এই নিয়োগ হবে বলে মি: ভালস জানিয়েছেন।ফ্রান্সে প্রায় ১৩০০ ব্যক্তি জিহাদি নানান সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছে বলে তিনি বলছেন।সন্ত্রাস বিরোধী কার্যক্রম ও নিরাপত্তা ব্যবস্থা বাড়াতে ৫০০ মিলিয়ন ডলারের মতো খরচ করবে ফ্রান্স। সেই সাথে ফোন ও ইন্টারনেটে আড়ি পাতার ব্যবস্থা করতে যাচ্ছে দেশটি।রম্য সাময়িকী শার্লি হেবদোর কার্যালয়ে বন্দুকধারীদের হামলায় ১২ জন নিহত হবার পর থেকে ফ্রান্স জুড়ে কড়া নিরাপত্তা রয়েছে।এআরএস