ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস এবং স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর মধ্যকার ম্যাচ দিয়ে বৃহস্পতিবার শুরু হচ্ছে অষ্টম ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস (ইউল্যাব) ফেয়ার প্লে কাপ ইন্টার প্রাইভেট ইউনিভার্সিটি ক্রিকেট প্রতিযোগিতা। বুধবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কথা জানায় আয়োজক প্রতিষ্ঠান ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস-ইউল্যাব।সংবাদ সম্মেলনে ইউল্যাব উপাচার্য প্রফেসর ইমরান রহমান বলেন, আমরা অষ্টমবারের মতো এ টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছি। সবার সার্বিক সহযোগিতার ফলে আগের টুর্নামেন্টগুলো বেশ সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজনটি সম্পন্ন করতে পেরেছি। এবারও সবার সহযোগিতা কামনা করছি। সাবেক অধিনায়ক ও ইউল্যাব ফেয়ার প্লে কাপের উপদেষ্টা রাকিবুল ইসলাম টুর্নামেন্ট সম্পর্কে বলেন, এ ধরনের আয়োজন অনেক প্রশংসনীয়। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় এত বড় আয়োজন করেছে ভাবতেই ভালো লাগছে। অষ্টম ফেয়ার প্লে কাপ ইন্টার প্রাইভেট ইউনিভার্সিটি ক্রিকেট প্রতিযোগিতায় এবছর অংশ নিচ্ছে ১৬টি বিশ্ববিদ্যালয়। এগুলো হচ্ছে- ব্র্যাক ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, নর্দান ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, সাউথ ইস্ট ইউনিভার্সিটি, ইস্টার্ন ইউনিভার্সিটি, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ, প্রিমিয়ার ইউনিভার্সিটি অব চিটাগং, ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সস, ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং আয়োজক ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস।উল্লেখ্য, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একমাত্র ইউল্যাবেরই মোহাম্মদপুরে মানসম্পন্ন খেলার মাঠ রয়েছে। ২০০৬ সাল থেকে প্রতিবছর সফলতার সঙ্গে ফেয়ার প্লে কাপ আয়োজন করছে ইউল্যাব।এমআর