নাশকতা মামলায় বগুড়ার কাহালু মহিলা আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও পৌর জামায়াতের সাবেক নেতা একেএম রেজাউল আখলাককে (৪৯) গ্রেফতার করা হয়েছে।বৃহস্পতিবার সন্ধ্যায় কাহালু থানা পুলিশ পৌর সদরের কাহালু-দরগাহাট সড়ক এলাকা থেকে তাকে গ্রেফতার করে। আখলাক বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ শাহাবুদ্দিনের জামাতা ও কাহালু পৌর সদরের উলট্ট গ্রামের আব্দুল লতিফের ছেলে। কাহালু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর এ আলম সিদ্দিকী জানান, আখলাককে নাশকতা মামলায় গ্রেফতার করা হয়েছে। লিমন বাসার/এআরএ/এবিএস