দেশজুড়ে

পাবনায় ২৪ ঘণ্টার ব্যবধানে ২ নারী নিহত

পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের আতাইকান্দা গ্রামে দু’গ্রুপের সংঘর্ষে মালেকা বেগম (৪৫) নামের এক গ্রামবাসী গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। একই ঘটনায় নিহত মালেকার নাতনী নুপুর (৬) গুলিবিদ্ধ হয়েছে। শনিবার রাতে এ ঘটনা ঘটে।নিহত মালেকা বেগম পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের আতাইকান্দা গ্রামের আছাই সরদারের স্ত্রী। আহত নুপুরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, ২/৩ দিন ধরে আতাইকান্দা গ্রামে আমিন মোল্লা ও শামসু মেম্বর গ্রুপের মধ্যে বিরোধ চল আসছে। এরই জের ধরে শনিবার রাত ৮টার দিকে শামসু মেম্বারের লোকজন আমিন মোল্লার লোকজনের উপর সশস্ত্র হামলা চালালে দু’গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে উভয় পক্ষই দেশীয় অস্ত্র শস্ত্রসহ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে। এ সময় গুলিবিদ্ধ হয়ে মালেকা বেগম ঘটনাস্থলেই মারা যান এবং তার নাতনি নুপুরও গুলিবিদ্ধ হয়।আহত নুপুরকে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে তিনি ফোর্সসহ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ নিয়ে ২৪ ঘণ্টার ব্যবধানে পৃথক সংঘর্ষে ২ নারীর নিহত হওয়ার ঘটনা ঘটলো। এর আগে শুক্রবার রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাবনার সাঁথিয়ায় দু’গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে বালা খাতুন (৬৫)নামক এক মহিলা এবং ১৫ জন আহত হয়।একে জামান/আরএস