দেশজুড়ে

নড়াইলে প্রতিপক্ষের হামলায় আহত একজনের মৃত্যু

নড়াইলের লোহাগড়া উপজেলার পারমল্লিকপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় আহত ইকবাল মৃধা (৩৪) মারা গেছেন। শনিবার রাত ১১টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।এর আগে গত ১৬ আগস্ট সকালে পারমল্লিকপুরে প্রতিপক্ষরা তাকে কুপিয়ে গুরুতর জখম করে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার দিন ইকবালের চাচা মল্লিকপুর ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক নূর ইসলাম মৃধাকেও (৫০) কুপিয়ে হত্যা করা হয়।পুলিশ ও এলাকাবাসী জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ১৬ আগস্ট সকালে পারমল্লিকপুর গ্রামে প্রতিপক্ষরা নূর ইসলাম মৃধার বাড়িতে অর্তকিত হামলা চালায়। এ ঘটনায় নূর ইসলাম নিহত হন এবং ভাতিজা ইকবালকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। এছাড়া এ ঘটনায় নূর ইসলামের দুই মেয়েসহ ১০ জন আহত হন। আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, রাত ১১টার দিকে ইকবাল মারা গেছেন। এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন রয়েছে। হাফিজুল নিলু/এসএস/পিআর